মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য: মালদ্বীপের হাইকমিশনারকে তলব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

৫০০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার।

সোশ্যাল মিডিয়াতে মোদিকে নিয়ে  অবমাননাকর পোস্টের জেরে মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে। এবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করল ভারত সরকার।।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে  পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

সম্প্রতি মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান।

মালদ্বীপের তিন উপমন্ত্রী ও কয়েকজন নেতা ওই ছবি, ভিডিও নিয়ে মোদীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। মোদীকে ‘জোকার’, ‘সন্ত্রাসী’ এবং ‘ইসরায়েলের হাতের পুতুলও’ আখ্যা দেন তারা। কেউ কেউ মোদীর লাক্ষাদ্বীপ সফরকে গোটা বিশ্বে জনপ্রিয় পর্যটনস্থল মালদ্বীপ থেকে পর্যটক ভাগিয়ে নেওয়ার অপচেষ্টা হিসাবেও দেখেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর