রাকেশ সিং এর ওপর শারীরিক নির্যাতন এর অভিযোগ পামেলার

সম্প্রতি  পামেলা  গোস্বামীকে কোকেন পাচার এর অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে আজ আলিপুর আদালতে নিয়ে আসা হয়। তখন বিজেপি নেত্রী  পামেলা  গোস্বামী   রাকেশ সিং এর বিরুদ্ধে বিস্ফোরক্  মন্তব্য করে বলেন “রাকেশ সিং আমাকে চক্রান্ত করে ফাসিয়েছে, কেন ও পালিয়ে যাচ্ছিলো? আমার ওপর শারীরিক নির্যাতনও চালাতেন উনি। আমি থানায় অভিযোগ করার কথা বললেই, মুখে অ্যাসিড ছুড়ে মারার কথা বলে, বেশ কয়েকবার হুমকিও দেন। পুলিশ সঠিক ঘটনা জানার জন্য তদন্ত করছে। আমার আইন বাবস্থার ওপর আস্থা আছে বলে জানান বিজেপি নেত্রী পামেলা গোস্বামী।

Latest articles

Related articles