রাজ্যের জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ানো হল, উপকৃত হবেন ১০,০০০ জুনিয়র ডাক্তার

সুখবর জুনিয়র ডাক্তারদের জন্য। রাজ্যে জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ানো হল। এই আওতায় এলেন ১০,০০০ জুনিয়র ডাক্তার। সোমবার বিকেলে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনটাই ঘোষণা করেছেন। ডাক্তাররাই হলেন কোভিড যুদ্ধের প্রথম সারির যোদ্ধা। তাই তাঁদের সম্মান জানানোর জন্য এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে।

ইন্টার্র্নদের ভাতা ছিল ২৩,৬২৫ টাকা, বেড়ে হল ২৮,০৫০টাকা। হাউস স্টাফদের ভাতা ছিল ৩৮,৩৯১টাকা, বেড়ে হল ৪৩,৭৫৮ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের ভাতা ছিল ৩৮,৩৯১ টাকা, বেড়ে হল ৪৩,৭৫৮টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দ্বিতীয় বর্ষের ভাতা ছিল ৪১,৩৪৪ টাকা, বেড়ে হল ৪৭,১২৪ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তৃতীয় বর্ষের ভাতা ছিল ৪৪,২৯৭ টাকা, তা বেড়ে হয়েছে ৫০,৪৯০ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি প্রথম বর্ষের ভাতা ছিল ৪৭,২৫০ টাকা, বেড়ে হল ৫৩,৮৫৬ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি দ্বিতীয় বর্ষের ভাতা ছিল ৫০,২০৪ বেড়ে হলো ৫৭,২২২ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি তৃতীয় বর্ষের ভাতা ছিল ৫৩,৭৫১ টাকা, বেড়ে হল ৬০,৫৮৮ টাকা।

Latest articles

Related articles