লকডাউনের অযুহাতে দেখিয়ে সিএনজি, অটোরিকশা ,টমটম চালকদের রমরমা ব্যাবসা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

205755249_642515557148921_1131183558486344453_n

(শামীম সরকার ) স্টাফ রিপোর্টার:

সরকারি বিধিনিষেধ অনুযায়ী সাড়া দেশ ব্যাপি গণপরিবহণ বন্ধ রয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ জেলাও তার বাহিরে নয়,করোনা সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় জেলায় জরুরী ঘোষণা দেওয়া হয়েছে যে অদ্য ২৮জুন সকাল ৬:০০টা থেকে জেলার সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে,শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, রিকশা এবং জরুরী কাজে নিয়োজিত গাড়ি চলাচল করবে,যেমন রোগীর গাড়ি,ত্রাণ সামগ্রী,কৃষি কাজে নিয়োজিত থাকবে এসব। কিন্তুু সকাল ৬:০০টা হতেই দেখা গেলো রাস্তাগুলো স্বাভাবিক রয়েছে, বাস চলাচল না থাকলেও,সিএনজি,টমটম অটোরিকশা স্বাভাবিক ভাবেই চলছে। এমন কি রাস্ততার বিভিন্ন জায়গায় যানযটও দেখা গিয়েছে। সবার মনে একই প্রশ্ন তারা কতটুকু বিধিনিষেধ মানছে। আর মানবেই বা কেনো? এখন ত” তাদের ব্যাবসার সময় লকডাউনের অযুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকেও বাড়া আদায় করছে দ্বিগুন। কয়েকজন যাত্রীদের সাথে কথা বললে জানাযায় গাড়ির চালকেরা দ্বিগুন ভাড়া দাবি করছে এবং তা আদায় ও করছে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ছলনা কিছু গাড়ি চালকেরা করোনাকে স্বাগতম জানাচ্ছেন,এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী নিয়ে। জনগনে একটাই দাবি লকডাউন হলে ভালো ভাবে হোক। কিশোরগঞ্জ শহরের আজকের যে পরিস্থিতি এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ এতে উপকৃত হবেনা বরং অপকৃত হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর