লক্ষীপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অতঃপর হত্যা:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_1178971335793919

নাহিদ ভুঁইয়া

এনবিটিভি নিউজ ডেস্কঃ

লক্ষীপুর জেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর ‘আজীম উদ্দীন পাটোয়ারী বাড়ির মোঃ হারুন রশীদের মেয়েকে(হিরামনি) আজ শুক্রবার দুপুরে ধর্ষণের পর হত্যা করা হয় ।

হিরামনি ‘পালেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের’ নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চড়িয়ে পড়ে।

খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা প্রতিবেশী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হিরা মনির বাবা হারুন ক্যান্সার রোগে আক্রান্ত। তার বাবা ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা ও ছোট দুই ভাইবোনও বাবার সঙ্গে ঢাকায় আছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল। শুক্রবার সকালে সে নিজেদের বাড়ি পশ্চিম গোপীনাথপুরে আসে। ঘরে সে একাই ছিল। এরমাঝে সে পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে কিছু সময় ছিল।

এরপর সে আবার ঘরে চলে আসে। কিন্তু দুপুর ২টার দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে যায়। সেখানে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখা পায়। তার শরীর ছিল খাটে, পায়ের অংশ মাটিতে ছিল। ধারনা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীকে উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে।

পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এছাড়া পুরো এলাকাবাসী জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রদানের আহবান জানান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর