হাইওয়ের খাল ব্রিজ ভেঙে পড়ল

দক্ষিণ ২৪পরগনা জেলায় বাসন্তী হাইওয়েতে হঠাৎ দুপুর দুটোয় ভেঙে পড়ল গৌর দাস পাড়ার খালের ব্রিজ যোগাযোগ ব্যবস্থা। ফলে বন্ধ হয়ে যায় ক্যানিং ও কলকাতা থেকে বাসন্তীর দিকে যাতায়াত। হঠাৎ দুপুর দুটো থেকেই খালের ব্রিজ ভেঙে পড়া তে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই খালের ব্রিজ জরাজীর্ণ অবস্থায় ছিল।

এমনকি বাসন্তী হাইওয়ে ঢ়ুড়ি  থেকে বাসন্তী পর্যন্ত রাস্তা এতটাই খারাপ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনার দেখা যাচ্ছে এই রোডে। এদিন ব্রিজ  ভেঙে পড়াতে এলাকার মানুষ যাতায়াতের জন্য বাঁশ দিয়ে তৈরি করেছে মানুষ পারাপারের সাঁকো দিয়ে পথচারী মানুষদের পারাপারের জন্য। বাসন্তীর বিডিও বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোন রকম কাজ শুরু করেন। এই খাল ব্রিজ ভেঙে পড়ার ফলে সুন্দরবনের সঙ্গে কলকাতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু তাই নয় ফলে গদখালি বারুইপুর ক্যানিং ঝড়খালি কলকাতা সহ সমস্ত রুট বন্ধ হয়ে পড়েছে নিত্য যাত্রীসহ সুন্দরবনের ভ্রমণকারীরা।

Latest articles

Related articles