মুহাম্মদ রাশেদুল ইসলাম:- হাটহাজারী সংবাদদাতা
হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সন্ধ্যায় উপজেলার সত্তারঘাট এলাকা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এ সমস্ত জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুম আমিন বলেন, হালদা নদীর সত্তার ঘাট এলাকা থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছি।নদীর মা মাছ,ডলফিন রক্ষায় ও মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৬ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। তা ছাড়া মা মাছ ও ডলফিন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদায় এ বছর অধিক পরিমাণ মা মাছ ডিম দিয়েছে যা বিগত বছরের চেয়ে কয়েকগুণ বেশি।