১০ বছর বয়সের নাতনী নানার লালসার শিকার।

 

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘা গ্রামে দোকানের ভেতর ডেকে নিয়ে ১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন দোকানটি ভাংচুর করে। এ ব্যাপারে শুক্রবার শিশুটির চাচাতো নানা (নানার চাচাতো ভাই) আকতারুজ্জামানের (৬০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আকতারুজ্জামান জামাইদিঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সাথে জামাইদিঘা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি পাশেই তার চাচাতো নানা আকতারুজ্জামানের দোকানে পটেটো কিনতে যায়। কিন্তু লোকজন না থাকার সুবাদে আকতারুজ্জামান তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট আকতারুজ্জামান পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ লোকজন তার দোকান ঘরটি ভাংচুর করে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা‌ চলছে।

Latest articles

Related articles