৩৫ তবলিগিকে পাসপোর্ট ফিরিয়ে দিতে বলল দিল্লির আদালত

ফের আদালতের নির্দেশে বিদেশি তবলিগিদের তাদের দেশে ফেরার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেলেন। শনিবার দিল্লির আদালতের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণকুমার গর্গ ৩৫জন বিদেশি তবলিগিকে তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।  এরা সবাই গত বছর দিল্লির নিজামুদ্দিনে তবরিগি মারকাজে তবিলিগি ইজতেমায় অংশ নিয়েছিলেন। কিন্তু তার পর করোনা সংক্রমণ ছড়ানোরে অভিযোগ তুলে সরব হয় বিজেপি ও কেন্দ্রীয় সরকার। এর পর বিদেশি তবলিগিদের করোনা সংক্রামণের দায়ে বিভিন্ন মামলা হয়। হঠাৎ করে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়অয় তারা দেশে ফিরতে পারেননি। আর তার ফলে তাদের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যায়। বিভিন্ন জায়গায় আটকে পড়া বিদেশি তবলিগিদের জেলে পোরা হয় বিদেশি আইন লং্ঘন করার দায়ে।  যদিও, এর আগে মু্লিম্বাই হাইকোর্ট, এলাহাবাদ হাইকার্ট করোনার জন্য তবলিগিরা দায়ী নয় বলে রায় দেয়। সেই সঙ্গে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে জেল থেকে মুক্তি পেলেও তারা পাসপোর্ট হাতে না পাওয়ায় দেশে ফিরতে পারছিলেন না।

এদিন দিল্লির আদালত ৩৫জন বিদেশি তবলিগিকে পাসপোর্ট ফেরতের নির্দেশ দেয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিদেশিদের বিরুদ্ধে পুলিশ যখন কোনও অভিযোগ দায়ের না করায় তাদের পাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে বলে রায় দেয়। এ ব্যাপারে শনিবার এই মামলার শুনানিতে দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণকুমার গর্গ বলেন সব বিদেশি নাগরিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। আদালত মুক্তির নির্দেশ দেওয়ার পর থেকে আজ  পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ দায়ের করেনি। এমনকী বিদেশিদের পাসপোর্ট ফেরানোর ব্যাপারে তদন্তকারী অফিসারও কোনও আপত্তি তোলেননি

তাই তোদের পাসেপার্ট ফেরত দিতে কোনও বাধা নেই। সেজন্য তিনি ৩৫জন তবলিগিকে অবিলম্বে পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, বিদেশি তবলিগিদের পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে বিদেশিদের আইনজীবী আশিমা মান্ডলা ও মন্দাকিনী সিং তাদের মুক্তির জন্য আর্জি জানান আদালতে।তারা বলেন, সুপ্রিম কোর্টে গত ১৩ জানুয়ারি এক নির্দেশ জারি করে বলেছে যে সব তবলিগিদের বেকসুর খালাস হয়েছেন সরকার তাদের যে যার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। এই সব তবলিগিরা দিল্লির নিজামুদ্দিন মার্কাজে গত ১২ মার্চ থেকে ১ এপ্রিল অবধি ছিলেন। গত ১৫ ডিসেম্বর মাসে আদালত ১৪টি দেশ থেকে আসা তবলিগিদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।  ১৫ ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে। তাই তাদেরকে অবিলম্বের মুক্তি দেওয়ার আর্জি জানানো হয়। শুনানির পর তাই তাদের পরিচয় খতিয়ে দেখে, পুলিশের হেফাজতে থাকা পাসপোর্টগুলো ফেরত দিতে বলেছে দিল্লির আদালত। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, তদন্তকারী অফিসাররা জানিয়েছেন নিজামুদ্দিন মার্কাজে  ২৩৪৩ জন তবলিগির মধ্যে ৯৫২জন বিদেশি ছিলেন।

Latest articles

Related articles