৮ দফায় নির্বাচন- জেনে নিন কবে কোথায় ভোট

সামনেই বিধানসভা ভোট। সেই উপলক্ষ্যে আজ জাতীয় নির্বাচন কমিশন লাইভ প্রেস কনফারেন্সে এসে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। ৮ দফায় ভোট হবে। দেশের পাঁচটি রাজ্যে ভোট হবে ৮ দফায়। আজ বিকেল ৪.৩০ মিনিট থেকে লাইভ কনফারেন্স এর মাধ্যমে ভোট এর দিনক্ষণ ঘোষণা করা হয়। ২৭ মার্চ থেকে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়ে ২৯ এপ্রিল সমাপ্ত হবে। যেই রাজ্য গুলতে ভোট নির্বাচন এর কথা হচ্ছে সেগুলর মধ্যে শুধু অসমে ভারতীয় জনতা পার্টি সরকার আছে।

নির্বাচন কমিশন অনুযায়ী ,তামিলনাডুতে ২৪ মে, বাংলার ৩০ মে, কেরলে ১ জুন, পদুচেরি ৮ জুন, অসমে ৩১ মে, সরকারের কার্যকাল সমাপ্ত হবে।

 

Latest articles

Related articles