বিলকিস বানু ধর্ষণ মামলার ১১ আসামির আত্মসমর্পণ

গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে ধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যা মামলার ১১ সাজাপ্রাপ্ত আসামি রবিবার গভীর রাতে গোধরা জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে।
এর আগে 8 জানুয়ারি সুপ্রিম কোর্ট দুই সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। নির্দিষ্ট সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগেই আসামিরা আত্মসমর্পণ করে। শুক্রবারা আসামিরা আদালতের কাছে আত্মসমর্পণে আরো সময় প্রার্থনা করলেও সেটি না মুঞ্জুর করে দেয় আদালত।
২০২২ সালের ১৫ আগস্ট গুজরাট সরকারের আদেশে আসামিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ১১ জন আসামি রাধেশ্যাম শাহ, যশবন্ত নাই, গোবিন্দ নাই, কেসার ভোহানিয়া, বাকা ভোহানিয়া, রাজু সোনি, রমেশ চন্দনা, শৈলেশ ভাট, বিপিন জোশী, প্রদীপ মোধিয়া, এবং মিতেশ ভাট রাত  ১১টা ৪৫ মিনিটে গোধরা থানায় উপস্থিত হন।
সাজা শেষ হওয়ার আগেই এই ১১ জনের মুক্তি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

Latest articles

Related articles