গাজায় ২০ লাখ মানুষ খাদ্য সংকটে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীন জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এই প্রথম কোনো পুরো জনগোষ্ঠীকে এভাবে চিহ্নিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যাদের প্রয়োজন, তাদের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর করা আর সহায়তা বাড়ানো না হলে আগামী মে মাসের মধ্যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

এর মধ্যে আবারো মধ্যপ্রাচ্য সফরে আসার কথা আছে ব্লিঙ্কেনের। এ পর্যন্ত ছয় বার সফর করেও গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কোন পদক্ষেপ নিতে পারেননি এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Latest articles

Related articles