গতকাল ইং ২৮-৯-২০২১ তারিখে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি, আই পি এস মহাশয়ের উদ্যোগে ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের যথার্থ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ফোনগুলি উদ্ধারে সাহায্য করে সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শ্রী রাকেশ সিং , ডাবলু বি পি এস, শ্রী নউসর আলি খান, ডি এস পি (এডমিন ) ও সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুপ্রকাশ পট্টনায়েক মহাশয়। ইতিপূর্বে সাইবার ক্রাইম থানা ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের যথার্থ মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।
উপস্থিত দর্শকমণ্ডলী পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি মহাশয়ের নেতৃত্বে উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন। উক্ত সাইবার ক্রাইম থানা এক বছরেরও কম সময়ে এই রকম বেস কিছু প্রশংসনীয় কাজ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই থানা জেলার পুলিশ অফিস, লট নং ৮, এ স্থানাত্বরিত হয়েছে, যা পূর্বে কাকদ্বীপ বামুনের মোড়ে অবস্থিত ছিল।
সাইবার ক্রাইম থানার যোগাযোগ নং-
১) ০৩২১০২৫৫৭১৬ ২) ০৯০৭৩৬৯৬২০৬
সুত্রঃ https://www.facebook.com/Sundarban-Police-District