ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যে শুক্রবার (১৯ এপ্রিল) ইসরায়েলি হামলায় ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত একদিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আহতের মধ্য দিয়ে মোট ৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা শহর মানুষ এখন ‘চরম তৃষ্ণার্ত অবস্থায় বাস করছেন’। গত দুই সপ্তাহ আগে থেকেই গাজায় পানির সব কল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজা কতৃপক্ষ।