মালদা, ৯ আগস্ট : শনিবার গভীর রাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালিয়ে ৪ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ উত্তরপ্রদেশের একটি লরি আটক করেছে। ওই লরির মধ্যেই বিপুল পরিমাণ ফেনসিডিলগুলি লুকিয়ে সীমান্তে পাচার করার পরিকল্পনা ছিল,এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোমবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ।