সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: জরায়ু থেকে ৫ কেজি ওজনের টিউমার অপারেশন করে সাফল্য পেল কৃষ্ণনগর সদর হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে সুস্থ রয়েছেন ওই গৃহবধূ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নদীয়ার পলাশীর বাসিন্দা ওই গৃহবধূর নাম প্রিয়া ঘোষ (৩২)। গত ছয় মাস আগে থেকে পেটে ব্যথা অনুভব করেন তিনি। বিভিন্ন ওষুধ খাওয়ার পরও পেটে ব্যথা না সারলে, চিকিৎসকের পরামর্শমতো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। এরপর চিকিৎসকরা বুঝতে পারেন জরায়ুতে টিউমার রয়েছে। এরপর চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
কৃষ্ণনগর সদর হসপিটালে চিকিৎসক মনোতোষ ভৌমিক এর নেতৃত্বে আরও চিকিৎসক ও নার্স সহ ছয় জন প্রতিনিধি দলের সহযোগীতায় সফল হয় এই জটিল অস্ত্র প্রচার। চিকিৎসকদের দাবি টিউমারটি ৫ কেজি ওজনের। বর্তমানে ওই গৃহবধূ সম্পূর্ণ সুস্থ রয়েছেন।