৮ কোটি চাষির অ্যাকাউন্টে ১৭,১০০ কোটি টাকা, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200809-WA0010

এনবিটিভি ডেস্ক: পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭,১০০ কোটি টাকা ট্রান্সফার করা হল। রবিবার কৃষি পরিকাঠামো তহবিল চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় জানান, ফসল তোলার পরের পরিকাঠামো, সংগ্রহ কেন্দ্র গড়া, ফসল মজুত করার জায়গা, ফসলের ন্যায্য দাম দেওয়ার জন্য এই তহবিল কাজ করবে। আগামী ১০ বছর মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ ও লাভযোগ্য লগ্নির ব্যবস্থা করবে এই তহবিল। ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিভিন্ন কৃষিঋণ দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে ১ লাখ কোটি টাকা দেওয়ার ব্যবস্থা হবে।

উল্লেখ্য, পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে ৬০০০ টাকা বছরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। ২০১৮ সালে চালু হওয়া এই প্রকল্পের এটি ষষ্ঠ কিস্তি। ইতিমধ্যেই ৯ কোটি ৯ লাখ চাষির অ্যাকাউন্টে ৭৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মাঝে কোনও মধ্যস্বত্বভোগী নেই। টাকা গিয়েছে সরাসরি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর