খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ একই পরিবারের মোট ৬ জন

পরিবারের অসুস্থ সদস্য

জৈদুল সেখ, কান্দিঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামে সেহরি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের মোট 6 জন। জানা গিয়েছে রোজা রাখার আগে প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোর রাত্রে সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের মোট 6 জন। অসুস্থদের নাম জানা গিয়েছে আসগর সেখ (32), মসগর সেখ (30), নাসগর সেখ (24), মোঃ কামরুজ্জামান সেখ (19), রজব সেখ (58), আফরোজা বিবি (55)। বর্তমানে তারা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে এই খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চিকিৎসকেরা।

Latest articles

Related articles