রাজ্যে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ ব্যক্তির মধ্যে সাত লাখ মুসলমান রয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
রবিবার তিনি বলেন, পাঁচ লাখ বাঙালি হিন্দু, দুই লাখ অসমিয়া হিন্দু দল কোচ-রাজবংশী, দাস, কলিতা, সরমা (অসমিয়া) এবং দেড় লাখ গোর্খাকে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, অবৈধ অভিবাসী শনাক্ত করতে এনআরসি করা হয়েছিল। এই আইনে বাসিন্দাদের প্রমাণ করতে হবে যে তারা বা তাদের পূর্বপুরুষরা ২৪ মার্চ, ১৯৭১ সালের মধ্যরাতের আগে আসামে প্রবেশ করেছিলেন।