এনবিটিভি, ওয়েব ডেস্ক: বাতিল ঘোষিত হওয়া ২ হাজার টাকার নোটের ৮৮ শতাংশ ফিরে গিয়েছে রিজার্ভ ব্যাংকের ঘরে। মঙ্গলবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে, “১৯ মে পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। যার মধ্যে ৩ লক্ষ ১৪ হাজার কোটি ফিরে এসেছে আরবিআইয়ের হাতে।”
অর্থনৈতিক মহলের ধারণা, বাকি টাকা আগামী দু’মাসের মধ্যে ফিরে আসবে। যদিও রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরও যদি কারও কাছে কালো টাকা থেকে থাকে সেটাকে অবৈধ বলে ঘোষণা করা যাবে না।