ত্রান বিলির নামে ছবি তোলা অমানবিকঃ ফিরহাদ হাকিম

এনবিটিভি ডেস্কঃ লক ডাউনে জেরে সমস্যায় গরীব অসহায় মানুষরা, তাদের জন্য ত্রান বিলি করছেন অনেকেই কিন্তু সেই ত্রান বিলি করে ছবি তোলাকে অমানবিক বলে কঠাক্ষ করলেন ফিরহাদ হাকিম। ‘কিছু মানুষ ত্রাণের ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন’ বলে আক্রমণ করে মেয়র বলেন, “লোকদেখানো ত্রাণ দিতে গিয়ে লকডাউনের সামাজিক দূরত্বের নিয়ম ভাঙছেন। দু-চারশো লোক এক জায়গায় এনে ভিড় করে দেখাচ্ছেন, কত বেশি মানুষকে চাল-গম দিয়েছেন তিনি। গাদাগাদি করে ত্রাণ নিয়ে গিয়ে সংক্রমণ ছড়ানোর পথ প্রশস্ত হচ্ছে। কেউ ত্রাণ দিতে চাইলে নিঃশব্দে বাড়ি বাড়ি গিয়ে একাই দিয়ে আসুন, দূর থেকে খাবার পৌছে দিন।”

ত্রাণ বিলি করে, প্রাপকদের সঙ্গে ছবি তুলে জনপ্রতিনিধিরা তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছেন, সংবাদমাধ্যমেও সেই ছবি প্রকাশিত হচ্ছে, সম্প্রতি এই ছবি অতি পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। বাদ যাননি শাসকদলের নেতা-মন্ত্রীরাও।  নাম না করে তাঁদেরই সমালোচনা করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দলের সহকর্মীদের একাংশ যেভাবে ত্রাণ বিলির নামে ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন কার্যত তারও সমালোচনা করেন পুরমন্ত্রী। মেয়র নিজের ওয়ার্ডে ও বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথ সভাপতির হাত দিয়ে বাড়ি বাড়ি ত্রাণ পাঠাচ্ছেন। কোথাও ছবি তোলা যাবে না বলেও পার্টি কর্মীদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিন উত্তর কলকাতার জোড়াসাঁকো, বড়বাজার, বেলেঘাটা, এন্টালি, বেনিয়াপুকুর, পার্কসার্কাস ও দক্ষিণের বালিগঞ্জ, তপসিয়া ও গার্ডেনরিচের ২৫-২৬জন কাউন্সিলর নিয়ে বিশেষ বৈঠক করেন মেয়র। ছিলেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত অতীন ঘোষ, সাংসদ ডাঃ শান্তনু সেন, রাজ্য সরকারের কোভিড কমিটির অন্যতম সদস্য ডাঃ অভিজিৎ চৌধুরি।

Latest articles

Related articles