টাকা দিয়ে TRP বাড়াচ্ছে রিপাবলিক টিভি সহ আর ও দুটি চ্যানেল

এনবিটিভি : বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং। তিনি জানিয়েছেন, এমন এক চক্রের সন্ধান পাওয়া গিয়েছে, যারা ভুয়ো টিআরপি বাড়াচ্ছে। এর মধ্যে তিনটি টিভি চ্যানেলের নাম করেছে পুলিশ। এগুলি হল রিপাবলিক টিভি, ফকত মারাঠি ও বক্স সিনেমা।

জানা গিয়েছে, অভিযুক্তরা কিছু পরিবারকে টাকা দিত, যারা টাকার বিনিময়ে সর্বক্ষণ চ্যানেল চালিয়ে রাখত। আর তার ভিত্তিতে টিআরপি হিসেব হত।

এই ঘটনায় অভিযুক্তকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে একজনের কাছ থেকে, অন্যজনের কাছে সাড়ে ৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

Latest articles

Related articles