এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার সকালে আসানসোলের পুজো কমিটিগুলির অয়োজিত পুজো মণ্ডপের পরিবেশ যাচাই করতে সরজমিনে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ৷ আসানসোল বড়ো বাজেটের পূজো পরিদর্শন করেন এবং একই সাথে সরকারি সকল নির্দেশ মানা হচ্ছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে ৷ দেখা হচ্ছে সরকারি নির্দেশিকা মতো প্যান্ডেল চারিপাশ খোলা রেখে করা হচ্ছে কিনা৵ তাছাড়া পুজো কমিটি গুলোকে মাস্ক এবং স্যানিটাইজ রাখার জন্য নির্দেশ দেয়া হয় ৷
Related articles