নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের অন্দরে সব সময় ক্ষোভ। কেউ কাউকে সহ্য করতে পারে না ।এ ঘটনা নতুন নয়, বরং বারবার দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই দলের নেতাদের তিরস্কার করলে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, দলে থাকতে গেলে শৃঙ্খলা পরায়ন হতে হবে বিশৃঙ্খলা হলে চলবে না। দল সম্পর্কে মনের ইচ্ছামতো বলে বেড়াবে এসব মেনে নেওয়া যাবে না। দলের বিধায়কদের আগামী দিনের টিকিটের ব্যাপারে এসব নিয়ে ভাবা হবে। এভাবেই দলের শীর্ষস্থানীয় নেতাদের তিরস্কার করলেন দলনেত্রী। সঙ্গে যুবরাজের ও তিরস্কার বা যায়নি।
হুগলি জেলার দলীয় সংগঠন নিয়ে বৈঠক সোমবার বসেছিল অভিষেকের দক্ষিণ কলকাতার অফিসে। আর সেখানেই দলের নেতাদের সমালোচনা চলে দীর্ঘক্ষন।