এনবিটিভি: ফের প্রকাশ্যে মালদহ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বাঁশ নিয়ে হামলা। অভিযোগ দায়ের থানায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বার বার প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদহের ইংরেজবাজারের পুরাটুলি সদরঘাট এলাকায় বাড়ি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের। স্থানীয় একটি পুজো কমিটির সভাপতি তিনি। পুজো কমিটির সম্পাদক তৃণমূল নেতা অম্লান ভাদুড়ি। অম্লান সাবিত্রীর বিরোধী গোষ্ঠীর বলেই জেলায় পরিচিত। দলের নিচুতলার দাবি, দুজনের সম্পর্ক অহি-নকুলের। সাবিত্রীর অভিযোগ, গত বছর থেকে বন্ধ হয়ে গিয়েছে পুজোটি।
সাবিত্রী বলেন, পুজোর জন্য অনুদান পেলেও পুজো বন্ধ গত বছর থেকেই। পুজো নিয়ে বৃহস্পতিবার মিটিং ছিল। তাঁর অভিযোগ, তার আগের রাতেই কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। দরজা ভাঙার চেষ্টা করে। সাবিত্রী ঘনিষ্টদের অভিযোগ, হামলাকারীরা অম্লান গোষ্ঠীর। ইংরেজবাজার থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন সাবিত্রীর মেয়ে। সাবিত্রীর অভিযোগ অস্বীকার করেছেন অম্লান গোষ্ঠীর লোকজন। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।