বাজারে আসছে করোনা টিকা, জানিয়ে দিল ভারত বায়োটেক, নতুন বছরেই মিলবে প্রতিষেধক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201024-WA0015

এনবিটিভি: দেশে করোনার গ্রাফ নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হারও। এরই মধ্যে আরও এক আশার খবর শোনাল ভারত বায়োটেক। নতুন বছরেই বাজারে আসতে চলেছে করোনার প্রতিষেধক। সংস্থা সূত্রে খবর, জুন মাসেই বাজারে চলে আসবে করোনা প্রতিষেধক। দেশের 10টি রাজ্যের 25টি জায়গায় 28 হাজার 500 জনের ওপর প্রয়োগ করা হবে ওই কো-ভ্যাকসিন। ইতি মধ্যেই পশুর শরীরে ওই টিকার প্রয়োগ সফল।

গোটা বিশ্বে 4 কোটির বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। মারণ এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন। এই ভাইরাস রুখতেই চলছে টিকা আবিষ্কারের চেষ্টা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর