ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ছিলেন তিনি,জয়ের আশা বিজেপির

এনবিটিভি: হরিপালের বিধায়ক তিনি,বুধবার রাতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন,তার পরেও বরফ গলেনি,বৃহস্পতিবার সকালে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন বিধায়ক বেচারাম মান্না।

 

গোষ্ঠীকোন্দলের জেরে বেচারাম ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। শনিবারের বারবেলায় বিভিন্ন পদে ইস্তফা দেবেন তাঁর অনুগামীরা।
সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যএর সঙ্গে বেচারামের সম্পর্ক অহিনকুলের। দিন কয়েক আগে দল ছাড়ার হুমকি দেন মাস্টারমশাই। তারপরেই বেচারামকে ‘সমঝে’ দেন দলনেত্রী স্বয়ং,এর পরেই ক্ষুব্ধ বেচারাম ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বলে তাঁর অনুগামীদের দাবি।

Latest articles

Related articles