এনবিটিভি ডেস্কঃ বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনা সংকটের সময়ে স্থানীয় শিল্পই আমাদের বাঁচিয়েছে। আমাদেরও স্থানীয় শিল্পের উপর জোর দিতে হবে। তাই আজ থেকে প্রত্যেক ভারতীয়কে লোকাল কে লিয়ে ভোকাল বাননা হ্যা। তাদের জন্য প্রচার করতে হবে। করোনা সংকটের ফলে গরীবরা প্রচণ্ড কষ্ট করেছেন। সব শ্রেণীকে সাহায্য করবে এই আর্থিক প্যাকেজ।’
আত্মনির্ভর ভারতের গড়ার ক্ষেত্রে সাহায্য করবে। আগের যে আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছি, তার সঙ্গে যোগ করলে মোট ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদীর। যা ভারতের জিডিপির ১০ শতাংশ।
মোদী বলেন, ‘আত্মনির্ভর ভারতের পাঁচটি স্তম্ভ -অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি, চাহিদা। জমি, শ্রম, নগদের জোগান এবং আইনের উপর জোর দেবে এই আর্থিক প্যাকেজ। যা ছোটো ব্যবসা, পরিযায়ী শ্রমিক, কৃষকদের সাহায্য করবে। ক্ষুদ্র, মাঝারি এবং ছোটো শিল্পকে সহায়তা করবে। সংগঠিত-অসংগঠিত ক্ষেত্র, পশুপালক, পরিযায়ী শ্রমিক, কৃষক – সবার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক প্যাকেজে।’