এনবিটিভি ডেস্ক: ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বিজেপি নেতা কর্মীরা। বিজেপি বারবার হিন্দু তোষণ করলেও পশ্চিমবঙ্গে যেহেতু মুসলিম ভোট বড় ফ্যাক্টর তাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের সাথে নিয়ে চলার কথা ভেবেছেন বিজেপি নেতা মন্ত্রীরা। বিজেপির রাজ্য থেকে জেলা কমিটি সর্বস্তরের সংখ্যালঘুরা স্থান পেয়েছে। কলকাতা উত্তর শহর তলির জেলা অফিসে সংখ্যালঘু মানুষেরা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন।
এদিন তাদের হাতে বিজেপির ঝান্ডা হাতে তুলে দিলেন KNSD সভাপতি কিশোর কর ও KNSD মাইনোরিটি মোর্চা সভাপতি রমজান আলী।