ভারত কঠিন এবং বৃহৎ সংস্কারের জন্য খুব বেশি গণতান্ত্রিক : নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20201209_105545

ভারত যেকোনো কঠিন গঠনতান্ত্রিক সংস্কারের জন্য খুব বেশি গণতান্ত্রিক। এমনই মত নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের।মঙ্গলবার স্বরাজ্য ম্যাগাজিন এর উদ্যোগে একটি অনলাইন অনুষ্ঠানে তিনি একথা বলেন।তিনি বলেন যেকোনো বড়ো আকারের গঠনতান্ত্রিক সংস্কার করার জন্য ভারতের অতিরিক্ত পরিমাণ গণতান্ত্রিক কাঠামো একটি বড়ো অন্তরায়। হিন্দুস্থান টাইমসে প্রকাশিত তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় বিতর্ক।সমাজকর্মী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী,যেকোনো গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক সময়ে কৃষকদের সঙ্গে সরকারের ব্যাবহার নিয়ে তার এই মন্তব্যের প্রসঙ্গে সবাই প্রশ্ন তোলেন।

যদিও গতকালই তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করে টুইট করেন অমিতাভ কান্ত।আবার স্বরাজ্য ম্যাগাজিনের তরফ থেকে টুইট করেও বলা হয় তাদের প্রোগ্রামের অতিথির বক্তব্য বিকৃত করার চেষ্টা চলছে।যদিও অল্ট নিউজ এর তরফ থেকে এই মন্তব্যকে সঠিক বলে চিহ্নিত করা হয়েছে।

ওই অনুষ্ঠানে তিনি বলেন ভারতে এই প্রথম কোনো সরকার এত বড় আকারের গঠনগত সংস্কারের সাহস দেখালো।তার মতে,এমন বৃহৎ সস্কারের জন্য রাজনৈতিক সংকল্প ও প্রশাসনিক সদিচ্ছা প্রয়োজন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর