কৃষক বিদ্রোহ করতে গিয়ে প্রাণ গেল দুই কৃষকের তার পরেও থামছে না আন্দোলন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

media-handler

আন্দোলনের বধ্যভূমিতে প্রাণ গেল আরো দুই কৃষকের সোমবার ভোররাতে দিল্লি হরিয়ানার সংযোগস্থলে টিকরি সীমানায় পাঞ্জাবের এক কৃষকের মৃত্যু হয়। এবং পরের দিন সকালে অর্থাৎ মঙ্গলবারে আরো একটি কৃষকের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

পুলিশ সূত্রে, প্রথম জনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং দ্বিতীয় জন প্রাণ হারান প্রচন্ড ঠান্ডার মধ্যে একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে। মৃতদের মধ্যে প্রথমজন ছিলেন ৪৮ বছরের পাঞ্জাবের মোগা জেলার জেলার খোট্টা গ্রামের বাসিন্দা মেওয়া সিং ।২৮ শে নভেম্বর টিকরি সীমানায় তিনি আন্দোলনে যোগদান করেন ,ক্রমাগত জলকামান ও কাঁদানে গ্যাসের মোকাবিলা করে হাজার হাজার কৃষকের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনি সোমবার রাতে হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ও পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এবং দ্বিতীয় জন ছিলেন হরিয়ানার সোনা পতের বাসিন্দা অজয় কুমার ।৩২ বছরের অজয় কুমার গত কয়েকদিনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ।পাশের পার্কে গত রাতেই তার মৃতদেহ উদ্ধার করেন বিক্ষোভকারীরা।

তার পরেও থেমে যায়নি বনধ,বন্ধ হয়নি আন্দোলন ।সহযোদ্ধার মৃত্যু বুকে নিয়েই আন্দোলন করে চলেছেন বিক্ষোভকারীরা।।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর