শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, দেখতে গেলেন মমতা

শ্বাসকষ্টের কারণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।তার শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অবস্থা সঙ্কটজনক ছিল বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল তার রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শ্বাসকার্য বেড়েছিল। আপাতত তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।গতকাল রাত্রেই সংজ্ঞা ফিরেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।তবে হাসপাতাল সূত্রে বলা হয়েছে তাকে আপাতত ঘুম পড়িয়ে রাখা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ছয় সদস্যের এক মেডিকেল টিম।

মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়ে বলেন,ওঁর দ্রুত সুস্থতা চাই। মীরা বৌদি কষ্টে আছেন। পরিবারের পাশে সবাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। খুব সম্মান করি। ডাক্তার, নার্স যাঁরা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ভালো হয়ে যান এটাই চাই। যে কোনও সাহায্য লাগলে যখন বলবেন তখনই ব্যবস্থা করবে সরকার। মুখ্যমন্ত্রী দিন হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের লোকজন ডাক্তার এবং নার্সদের সঙ্গে তার স্বাস্থ্যের ব্যাপারে কথা বলেন।

Latest articles

Related articles