কৃষি আইন প্রত্যাহারের দাবীতে এবং কৃষক আন্দোলনের সমর্থনে ওয়েল ফেয়ার পার্টির গণ ধর্ণা মালদায়

এনবিটিভি ডেস্ক, মালদা: কেন্দ্র সরকারের জন বিরোধী কৃষি আইন-২০২০ বাতিলের দাবীতে দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে। উক্ত আন্দোলনকে সমর্থন জানাতে এবং উক্ত কৃষি আইন বাতিলের দাবীতে আজ মালদা জেলার সামসীতে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে গণ ধর্ণার আয়োজন করা হয়।

উক্ত ধর্নায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মুহা: শাহজাহান আলী এবং আবু তাহের আনসারী, ফ্রাটারনিটি মুভমেন্ট এর রাজ্য সভাপতি আরাফাত আলী, FITU র রাজ্য সভাপতি সেখ মোজাফ্ফার, পার্টির মালদা জেলা সভাপতি ইউসুফ আলী, জেলা সম্পাদক জানিউল ইসলাম, রতুয়া-১ নং ব্লক সম্পাদক আব্বাস আলী প্রমুখ। উক্ত গণ ধর্নায় পার্টির কর্মী সমর্থকদের সাথে সাথে এলাকার জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Latest articles

Related articles