এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল: আসানসোল আরাডাঙায় “আর নয় অন্যায়” কর্মীসূচিতে যোগ দেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। সেখান থেকে তৃনমুল সরকারকে এক হাত নেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন যে শুভেন্দু কে আমাদের দলে সুস্বাগতম, কিন্তু জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে বলেন যে সাড়ে নয় বছর কিছু মনে পড়লো না কিন্তু এখন মনে পড়লো আসানসোল কে বঞ্চনা করা হচ্ছে, এখন তো সবাই এই দলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন সেই রকম হয় তো উনিও পা বাড়িয়ে রয়েছেন। জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার ব্যাপারটা দলের শীর্ষনেতৃত্বের, আমার শীর্ষনেতৃত্বর ওপর ভরসা আছে। এই দলে সবাই আসতে পারে কিন্তু কে কতটা দায়িত্ব পাবে সেটাই সব থেকে বড় প্রশ্ন।কিন্তু আসানসোলবাসী ওনাকে পছন্দ করেন না, আমার কাছে আসানসোল থেকে অনেক ফোন এসেছে তাদের বক্তব্য যে আমার ওনাকে চাই না উনি যেন না আসে এটা একটু দেখবেন।
Related articles