পরিযায়ী শ্রমিক
রুফসানা খাতুন
সংগ্রামীদের কাহিনী আমি পড়েছি ইতিহাসের পাতায়;
আজ সেই তাদের দেখছি আমি নিজের চোখে হায়।
দেশকে যারা গঠন করতে, দিল ভিনরাজ্যে পাড়ি;
রাস্তা ঘাটে মরছে তারা, ফিরতে গিয়ে বাড়ি।
ব্যাথায় শরীর যাচ্ছে কুঁকড়ে, পেশিগুলো হচ্ছে টান;
পরিবারকে বাঁচাতে গিয়ে, ভুলে গেছে তার অনটন।
স্বপ্নপূরণ করতে পরিবারের, হয়েছিল সে ঘর ছাড়া;
পরিযায়ী শ্রমিক হয়ে, এইসময় তারা দিশেহারা।
হাজার হাজার মাইল ধরে, বাড়ির খোঁজে হাঁটতে থাকে
কখনও লড়ি, কখনও ট্রেন নিঃশব্দে তাদের পিষে মারে।
দেশের সম্পদ বিদেশে দিয়ে, বর্তমান সরকার সম্মান কেনে;
শ্রমিকদের করুণ মৃত্যু দেখেও, আত্মনির্ভরশীলের উপদেশ মারে।