হায়দ্রাবাদে মুসলিমদের আযান দেওয়া বন্ধ করতে হুমকি অজ্ঞাত সমাজ বিরোধীদের

নিউজ ডেস্ক : হায়দ্রাবাদে মুসলিমদের আযান নিয়ে আপত্তি তুলেছে কিছু অপরিচিত সমাজ বিরোধীরা। তারা হায়দ্রাবাদের চাদেরঘাট এলাকার মসজিদগুলোতে কিছু সমাজ বিরোধীরা ফোনে লাউডস্পিকারে আযান দেওয়া বন্ধ করতে বলে হুমকি দিচ্ছে। মসজিদ ই নিজামিয়া কমিটির সদস্যরা বলেছেন তাদেরকে বেশ কয়েকবার এমন হুমকি ভরা ফোন কল আসার পর তারা স্থানীয় পুলিশকে অবগত করে বিষয়টি সম্পর্কে। কিন্তু স্থানীয় পুলিশ সমাজ বিরোধীদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মসজিদের লাউডস্পিকারের ভলিউম কমিয়ে দিতে বলে কিন্তু তা কমিয়ে দেয়ার পরও তারা চুপ থাকেনি। তবুও ক্রমাগত আছে হুমকি ফোন।

সমাজকর্মী আসাদুল্লাহ খান, বিষয়টি হায়দ্রাবাদের পুলিশ কমিশনারকে জানিয়েছেন এবং দ্রুত সমস্যাটি সমাধানের জন্য আবেদন করেছেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সংঘটিত হওয়া হায়দ্রাবাদের করপোরেশন নির্বাচনে বিজেপি পূর্বের তুলনায় অনেক বেশি আসন লাভ করে। তাই হিন্দুত্ববাদীদের প্রভাব বাড়ছে শহরের রাজনীতিতে। এই অবস্থায় এই হুমকি ফোন কিসের ইঙ্গিত তাই নিয়ে ধন্দে এলাকার মুসলিমরা। উল্লেখ্য হিন্দুত্ববাদীদের বহুদিনের দাবি লাউডস্পিকারে আযান বন্ধ করার। কিছুদিন আগে শিব সেনাও লাউডস্পিকারে আযান বন্ধের দাবি জানায় কেন্দ্রীয় সরকারের কাছে।

Latest articles

Related articles