নিউজ ডেস্ক : অনেকদিন আগে থেকেই করোনাভাইরাস এর ভয়ঙ্কর প্রকোপে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। জরুরি অবস্থায় কোনরকমে তার প্রতিষেধক তৈরি হলে ও বা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো করেই মাথাচাড়া দিল করোনার নয়া প্রজাতি।
আগের থেকেও এই করোনা ভাইরাস বহুগুণ বেশি সংক্রামক। তাহলে, করোনাভাইরাস রোধে যে প্রতিষেধক সবে মাত্র ব্যবহার করা শুরু হয়েছিল সেই প্রতিষেধক কি কাজে দেবে এই করোনা ভাইরাস প্রতিরোধে! উদ্বেগের মুখে বিশেষজ্ঞ মহল।
ব্রিটেনে যে নয়া করোনা প্রজাতির আবির্ভাব ঘটেছে সেটাকে ভি ইউ আই২০২০১২/০১বা
বি ১.১.৭ বলা হচ্ছে। কিন্তু কীভাবে এই নয়া প্রজাতির উদ্ভব হলো তা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেছেন বিশেষজ্ঞ মহল। তবে এরই মাঝে আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার জন্য স্বীকৃত যে কোনো প্রতিষেধক জব্দ করতে পারে করোনাাার এই নয়া
স্ট্রেনকে।
উহানে যে করোনাভাইরাস ধরা পড়েছিল তার জেরে এক অতি মারি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল গোটা বিশ্ব। এমনকি, সর্তকতা অবলম্বনে ১ লক্ষ ৭০ হাজার বেজিকে মেরেছিল ডেনমার্ক। মনে করা হয়েছিল যে, বেজির দেহ থেকে এই ভাইরাস সংক্রমণ হচ্ছে মানুষের শরীরে। যদিও এই বিষয় নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ডেনমার্ক কে।