আজ এনআরসির বিরুদ্ধে এসডিপিআইয়ের ডাকে মুর্শিদাবাদের দমকলে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করা হয়। “এন আর সি নয়, নাগরিকত্ব আমাদের মানবিক অধিকার” এই শিরোনামে এসডিপিআই এর ডোমকল বিধানসভার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন এনআরসি বিরোধী রাজ্যের প্রধান মুখ ও দামাল বাংলার প্রতিষ্ঠাতা প্রখ্যাত লেখক মানিক ফকির,SDPI এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, পপুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক মিনারুল সেখ,হাকিকুল ইসলাম সহ আরও অনেকে।
গোটা দেশজুড়ে এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে।একদিকে কৃষক আন্দোলন অন্যদিকে এনআরসির বিরুদ্ধে আন্দোলনে চাপে পড়েছে কেন্দ্র সরকার। 2021 নির্বাচনের আগে রাজ্যের বিজেপি বিরোধী দলগুলি এনআরসি কে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নামতে চলেছে। রাজনৈতিক বৈতরণী হিসাবে এনআরসির বিরুদ্ধে রাজনৈতিক প্রথম সভা করলো এসডিপিআই।
মুর্শিদাবাদ থেকে সামীম গাজীর রিপোর্ট এনবিটিভি।