নিউজ ডেস্ক : কৃষি বিল প্রত্যাহার দাবিতে কৃষকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনসমর্থন বাড়ছে সারা দেশ এবং সারা বিশ্বজুড়ে। মহারাষ্ট্র থেকে হাজার হাজার কৃষক পৌঁছাচ্ছে দিল্লিতে আন্দোলনে যোগ দিতে। গতকাল রিলে অনশন করে কৃষকরা। এরই মাঝে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মোদির কাছে রক্ত দিয়ে চিঠি লেখেন কৃষকরা।
আজ দিল্লি হরিয়ানা সীমান্তের সিংঘু অঞ্চলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৃষকদের তরফ থেকে। সেই শিবিরে সংগৃহীত রক্ত দিয়ে লেখা হয় এই সমস্ত চিঠি গুলি।
প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কেউ লিখেছেন, ‘সুপ্রভাত প্রধানমন্ত্রীজি। আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি আপনাকে। আমাদের ভোটে জয়ী হয়ে আজ আপনি দেশের প্রধানমন্ত্রী। নতুন যে ৩ কৃষি আইন আনা হয়েছে তাতে প্রতারিত হয়েছেন দেশের কৃষকরা। আমাদের অনুরোধ ওই ৩ আইন প্রত্যাহার করুন।’ অন্য একটি চিঠিতে লেখা হয়েছে, এই কালা কানুন প্রত্যাহার করুন। এই আইন চাই না।
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ২৬ শে নভেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে। যদিও মোদি সরকার এখনো কৃষি বিলের সংশোধনীতে রাজি হলেও প্রত্যাহারের কোন ইঙ্গিত দেয় নি। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আপাতত কৃষি আইন বলবৎ না করার পরামর্শ দিয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট কৃষকদের প্রতিনিধি দের নিয়ে একটি কমিটি করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।