বস্তাবন্দি দেহ উদ্ধার বার্নপুরে, গ্রেপ্তার ২

এনবিটিভি ডেস্ক: গত ১৮ নভেম্বর বার্নপুরের মিঠাই গলি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা নিয়ে ছিল পাণ্ডবেশ্বরের বাসিন্দা বিজয় পাসোয়ান। তাকে খুন করার অভিযোগে রিতা গুপ্তা ও মন্নুভাই পাটেল নামে দুজনকে গ্রেফতার করে হিরাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ডিসি ওয়েস্ট বিশ্বজিত মাহাতো বলেন, বস্তা বন্দি একটি অঞ্জাতপরিচয় দেহ উদ্ধার হয় গত ১৮ নভেম্বর। হীরাপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারেন ওই দেহটি পান্ডবেশরের বাসিন্দা বিজয় পাসোয়ানের। এর পরে তদন্তে নেমে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের জেরায় অভিযুক্তরা খুনের কথা শিকার করেছে। ঘটনার পূর্ননির্মান করা হবে বলেও জানান তিনি।

Latest articles

Related articles