আম্ফনের দাপাটে নদীর বাঁধ ভাঙন! জোয়ার-ভাটায় ডুবে গোটা অঞ্চল

জুলফিকার মোল্যাঃ   করোনা অবহের মাঝেই সর্বনাশি ঘূর্ণিঝড় আম্ফনের প্রভাবে বিধস্ত সুন্দরবন লাগোয়া দুই চব্বিশ পরগণা। এ যেন মরার উপর খাড়ার ঘা। প্রবল ক্ষয়ক্ষতির মুখে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বিদ্যাধরী নদী লাগোয়া মোহনপুর অঞ্চলের নদী বাঁধ, ঘর বাড়ি, আম্ফনের তান্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিধ্বংসী আম্ফনের তান্ডবে বিদ্যাধরী নদীর বাধ ভেঙে জোয়ারে একবুক জল রাস্তার উপরে।

নিজের ঘর হারিয়েছেন অনেকে, কারও বা ঘরে জল ঢুকছে হুহু করে, কারও বা ক্ষেতের ফসল একেবারেই নষ্ট হয়ে গেছে, সব মিলিয়ে এ এক করুন কাহিনী সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার। মোহনপুর অঞ্চলের সাংগঠনিক নেতৃত্ব তপন কুমার রায় বলেন দলীয় উদ্যোগে ছোট ভাঙনগুলো সারাই করা গেলেও বড় বাধ গুলো সারাই করার জন্য স্থানীয় বিডিও সাহায্য চেয়েছেন

Latest articles

Related articles