এনবিটিভি ডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন তৃণমূল নেতা তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে। বৃহস্পতিবার রাতে মালবাজারের কাছে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রাতেই মনোরঞ্জন বাবুকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং অস্ত্রপচার হয়। এই ঘটনার পেছনে বিজেপির দুষ্কৃতিরা যুক্ত বলে অভিযোগ করেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ওই ঘটনার প্রতিবাদ আলিপুরদুয়ার জেলা জুড়ে করা হবে বলে গৌতম দেব বলেছেন। এদিন জখম মনা বাবুর শারিরীক অবস্থার খোঁজ খবর করেছেন মুখ্যমন্ত্রী।