এনবিটিভি ডেস্ক, মালদা, ২৫ ডিসেম্বর : শুক্রবার সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় চায়-পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডলের উদ্যোগে চা চর্চার আয়োজন করা হয়।
সায়ন্তন বসু ছাড়াও চা চর্চায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডল এর সভাপতি রাজিব চমপটি, সম্পাদিকা অন্তরা চন্দসহ অন্যান্য নেতৃত্ব।
চা চর্চা অনুষ্ঠানে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন,
আর কেউ কালিঘাটে পিসির মন্দিরে যাবে না। পিসির মন্দিরে ফুলগুলি শুকিয়ে গেছে। মানুষ যাবে মায়ের মন্দিরে পূজো দিতে। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মালদাতেও বহু নেতা যোগাযোগ করছে বিজেপিতে আসার জন্য।
এই মুহূর্তে টেট পরীক্ষা করলে পিঠের চামড়া বাঁচাতে পারবে না তৃণমূল নেতারা।