নিউজ ডেস্ক : দেশের কনিষ্ঠতম মেয়র হতে যাচ্ছেন কলেজ পড়ুয়া কেরালার আরিয়া রাজেন্দ্রণ। তিনি বামদল গুলোর জোটের তরফ থেকে সিপিএম এর প্রার্থী হিসেবে কাউন্সিলার জয়ী হয়েছেন তিনি। ২১ বছর বয়সী এই মহিলা এবার হতে হচ্ছেন তিরিভানন্তপুরম শহরের মেয়র।
প্রথমে কেরালার অভিজ্ঞ রাজনীতিবিদ জামেলা শ্রীধরণের নাম প্রথমে মেয়র পদের জন্য বিবেচিত হলেও নতুন নামের দাবি জোরালো হওয়ায় উঠে আসে আরিয়ার নাম। তিনি এখন শহরের একটি কলেজের গণিতের ছাত্রী।
এত কম বয়সে দেশের অন্যতম বৃহত্তম একটি শহরের মেয়র হতে যাওয়া আরিয়া নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ জোটের প্রার্থী শ্রিকলা কে 2872 ভোটে পরাজিত করেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, আপাতত কাউন্সিলের হিসেবেই আছি তবে দল চাইলে যেকোন দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি।
উল্লেখ্য কিছুদিন আগে সংগঠিত হয় স্থানীয় সরকার নির্বাচনে কেরালা বাম দলগুলোর জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট।