মহানুভবতা! পরিযায়ী শ্রমিকদের পর এবার কেরলে আটকে পড়া মেয়েদের সাহায্যে এগিয়ে এলেন সোনু সুদ

এনবিটিভি ডেস্কঃ প্রতিদিনই প্রায় আলোচনা কেন্দ্রে চলে আসছেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্যে বাসের ব্যবস্থা করে দেওয়া পর এবার তিনি পাশে দাঁড়ালেন কেরালায় আটকে পড়া ১৭৭ জন মেয়ের।

দেশজুড়ে চলা লকডাউনের জেরে কেরালার এরনাকুলামে আটকে পড়েছিলেন ১৭৭ জন মেয়ে। সেখানকার স্থানীয় একটি কারখানায় সেলাইয়ের কাজ করতেন তাঁরা। লকডাউনের পরই বন্ধ হয়ে যায় কারখানা। তারপর আর তাঁদের কোথাও যাওয়ার ছিল না। অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্রের খবর অনুযায়ী, ‘সোনুর এক বন্ধু এই সব মেয়ের দুর্দশার কথা জানিয়েছিলেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন এঁদের দায়িত্ব নেবেন। কোচি এবং ভুবনেশ্বর বিমানবন্দর যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারের সঙ্গেও কথা বলেন। একটি বিশেষ বিমান আনানো হয়েছে বেঙ্গালুরু থেকে। সেই বিমানটিই কোচি থেকে অসহায় মেয়েদের এয়ার লিফ্ট করে ভুবনেশ্বর নিয়ে যাবে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে তাঁদের গ্রামের বাড়ির সফর সময় প্রায় ২ ঘন্টার।’

Latest articles

Related articles