এনবিটিভি ডেস্ক, আসানসোল: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও কৃষি আইনের প্রতিবাদে আজ বারাবনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানুড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মাজিয়াড়া পর্যন্ত এক বাইক মিছিল করা হয়। এই বাইক মিছিলে নেতৃত্ব দেন বারাবনি তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিং সহ প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থকরা।
Popular Categories