নতুন বছরের শুরুতেই পর্যটকদের ভিড় উপচে পড়ল সমুদ্র সৈকত দিঘাতে

এনবিটিভি ডেস্ক: দীর্ঘদিন করোনা প্রখর থেকে মুক্তি পেতেই ঘর বন্দী হয়েছিলেন আট থেকে আশি সবাই। পুরনো বছর শেষ, নতুন বছরকে স্বাগত জানাতে দীঘায় উপচেপড়া পর্যটকদের ভীড়। একপ্রকার নতুন বছরকে স্বাগত জানাতে দীঘাকে বেছে নিয়েছেন পর্যটকেরা। কেউ নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছে। আবার কেউ বা চড়ুইভাতি পিকনিক করতে দীঘাকে বেছে নিয়েছে। ঝাউ বাগানের নিচে চলছে চড়ুইভাতি পিকনিক। দীঘা সমুদ্রের পাড়ে থিক থিক করছে পর্যটকদের ভিড়। এবার নতুন বছরের শুরুতে উপচে পড়ল পর্যটকদের ভীড়ে দীঘা সমুদ্র সৈকত।

Latest articles

Related articles