নিউজ ডেস্ক : অধিকারী বাড়িতে ফুটল আর এক পদ্মফুল। শুভেন্দুর সাথে সাথে এবার বিজেপিতে যোগ তার ভাই সৌমেন্দু অধিকারীর। আজ হলদিয়া পুরসভার ১৫ জন কাউন্সিলারও তৃণমূল ছেড়ে শুভেন্দু ভ্রাতার সঙ্গ দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন। অনেকের মতে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ও তৃণমূলের অতটা বিশ্বস্ত যোদ্ধা আর নেই। গতকাল শিশির অধিকারী তো প্রকাশ্যেই বলেন, আমার পরিবারকে মীরজাফর বলার যোগ্য জবাব মেদনিপুরের মানুষ ভোটের সময় দেবেন। এক্ষেত্রে তার তৃণমূল প্রতি অতটা দেখা যায়নি জার ফলে ডানা বাঁধছে সন্দেহ।
শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ার এক সভায় শুভেন্দু ঘোষণা করেন যে, ভ্রাতা সৌমেন্দু আজ বিকেলে আর এক পদ্ম ফুল ফোটাতে চলেছে অধিকারী বাড়িতে। সেইসঙ্গে কাঁথি থেকে তৃণমূলকে সমূলে উৎখাত করার ঘোষণাও করেন তিনি।
কয়েকদিন আগে নন্দীগ্রামে শুভেন্দুর এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আহত হন কয়েকজন বিজেপি কর্মী। স্বভাবতই, তার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই আহত কর্মীদের পাশে দাঁড়াতেই আজ এই বৈঠক করেন শুভেন্দু। আর সেখানেই এই ঘোষণা।
তিনি বলেন,”আমার ছোটভাই সৌমেন্দু দীর্ঘদিন ধরে পুরসভার চেয়ারম্যান ও পুর প্রশাসক। আজ বিকেলে কাঁথির জনসভায় সেই সৌমেন্দু একাধিক কাউন্সিলর সহ ৫-৬ হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেবেন”। তবে তার দাবি মতো কাউন্সিলার তার ভাইয়ের সঙ্গে থাকলেও দেখা যায়নি দাবির সঙ্গে সামঞ্জস্য পূর্ণ সমর্থকের সংখ্যা।