সাইফুল্লা লস্কর : মারন করোনা ভাইরাসের এক অতিমারি রাজত্ব চলছে এখন পুরো পৃথিবীতে। তারই মাঝে আবার মাথাচাড়া দিচ্ছে এক নয়া আতঙ্ক। বার্ড ফ্লু! হঠাৎ করেই এই রোগের উদ্ভাবনের ফলে মারা যাচ্ছে শত শত কাক।
ক্রমেই পরিস্থিতি খারাপ হয়ে পড়ছে রাজস্থানের। কিছুটা হতাশ হয়েই হাই এলার্ট জারি করে রাজস্থান প্রশাসন। এবার বার্ড ফ্লু নিয়ে হাই এলার্ট জারি করে কেন্দ্রও।
জানা গেছে শুধু মাত্র কাক নয়! এবার কাকের সাথে মারা যাচ্ছে মাছরাঙা,ময়নার মত পাখিরাও। প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত ওই অঞ্চলে প্রায় ৪৭ টি কাকের মৃত্যু হয়েছে।এছাড়াও, ঝালওয়ারে প্রায় ১০০টি এবং বারানে প্রায় ৭২টি কাকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে সচেতনতা। এটি আদৌ বার্ড ফ্লু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । বার্ড ফ্লু উপসর্গ চিহ্নিত করতে মাঠে নেমে পড়েছে রাজস্থান পুরসভার কর্তারা।