‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি, বজরং দলের অভিযোগে আটক মুসলিম বিক্রেতা

নিউজ ডেস্ক : ‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি করার অপরাধে বজরং দলের এক স্থানীয় নেতার অভিযোগে গ্রেফতার এক মুসলিম জুতো বিক্রেতা। ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দ শহরের গুলোথি বাজারের। সেখানে এক জুতো বিক্রেতা, নাম নাসির হোসেন গতকাল ‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি করছিল বলে স্থানীয় বজরং দলের এক নেতা থানায় তার বিরুদ্ধে FIR দায়ের করেন। তারপর তাকে বাধ্য হয়েই আটক করে পুলিশ।

তার বিক্রি করা এক রকমের জুতোর নিচে ঠাকুর শব্দটি লেখা ছিল বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসির জানিয়েছেন, তিনি এই ব্যাপারে কিছু জানেননা। বজরং দলের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, “আমার কি অপরাধ, আমি এই জুতোর নির্মাতা?” কিন্তু বজরং দলের এক সদস্য তাকে উত্তেজিত ভাবে জবাব দেন, “না তৈরি করলে কেন বিক্রি করেছিলেন?”

নাসিরের বিক্রি করা জুতো

গুলোথী থানার SHO জানিয়েছেন, আমরা বাধ্য হয়েই তাকে গ্রেফতার করেছি। নাহলে তিনি উপস্থিত উত্তেজিত জনতার রোষের শিকার হতে পারতেন। তবে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই জুতোর প্রকৃত নির্মাতা সংস্থার এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। আগ্রা শহরে ঠাকুর সু ম্যানুফ্যাকচারার বলে একটি জুতো নির্মাণকারী সংস্থা আছে। তবে তারা এই জুতো তৈরি করেননি বলে জানিয়েছেন।

Latest articles

Related articles